হট লাইন : 01310426011

জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড , বাংলাদেশ

المجلس التعليمي للمدارس القومية بنجلاديش

সর্বশেষ বার্তা:  

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর শোক প্রকাশ

Thumbnail

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাসেম মহাপরিচালক মুফতী উসামা ইসলাম অনন্য নেতৃবৃন্দ। এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানীর অন্যতম খলিফা আল্লামা আহমদ শফী ছিলেন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবার ও উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ। দীর্ঘদিন যাবত তিনি বোখারী শরীফের অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখেন। জগদ্বিখ্যাত একজন শিক্ষাবিদ হওয়ায় দেশ-বিদেশে রয়েছে তাঁর হাজার হাজার ছাত্র, ভক্ত ও মুরীদান। নেতৃদ্বয় বলেন, তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক রাহবার ও আপোষহীন সিপাহসালারকে হারিয়েছে যা অপূরণীয়।

জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর নেতৃবৃন্দ শোকবার্তায় আরো বলেন, দীর্ঘ দিন অসুস্থতার পর মওলায়ে হাকীকীর ডাকে সাড়া দিয়ে মিলিত হয়েছেন। বিশ্বব্যাপি মানবজাতীর উন্নতির জন্য দুটি মূল বুনিয়াদী বিষয় হলো, (১) পরিপূর্ণ ঈমান (২) গভীর ইলম। আম্বিয়া আ. এই দুটি গুরুত্বপূর্ণ আল্লাহ প্রদত্ত অনুগ্রহের উপর মানবতাকে এনে খোদায়ি গোস্বার পাত্র হওয়া থেকে বাঁচিয়েছেন এবং আল্লাহ প্রদত্ত নেয়ামত ও গায়বি সাহায্য দ্বারা মানবতাকে রক্ষা করেছেন। বর্তমান পরিস্থিতির আলোকে মানবজাতীর জন্য এমন মহান ব্যাক্তিত্বের রাহবারী প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। যিনি সুউচ্চ গুনাবলী ও সমোন্বত যোগ্যতার মাধ্যমে আল্লাহর রাগকে দূর করবেন এবং মানুষকে দাওয়াত, তালিম ও তরবিয়তের মাধ্যমে আল্লাহর রহমতের উপযুক্ত বানিয়ে দিবেন। আল্লাহ তায়ালা হযরত রহ কে সমস্ত ইলমি বিষয়ে এমন গভীর যোগ্যতা দিয়েছিলেন যে তার উপমা কেবল তিনিই ছিলেন। হযরতের ইখলাসপূর্ণ খেদমতের ফলাফল হলো, একাধারে ৭০বছর হাদীসের দরস প্রদান করে এদেশে হাজার হাজার আলেম তৈরী করেছেন। আকাবির আসলাফদের মেজাজ ও আর্দশের উপর এই সময়েও তিনি সুদৃঢ় থাকতেন। এছাড়া ইত্তেবায়ে সুন্নতের ইহতেমামে তিনি জীবন্ত উপমা ছিলেন যাকে দেখে ঈষা করা যেত। ফেরকায়ে বাতিলা বিশেষ করে বেদআতের ব্যাপারে তিনি ছিলেন একজন বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠ। উম্মাহর এই কঠিন পরিস্তিতে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ এর ইন্তেকাল নি:সন্দেহে এমন এক ক্ষতি যা পূরণ হওয়া অসম্ভব না হলেও অত্যান্ত কঠিন বটে। আমরা আশা করি এমন যোগ্য মনীষীর শূন্যতা এবং একের পর এক বিচ্ছেদের দাগ দিয়ে আমাদের বড়দের চলে যাওয়া, এবং বাহ্যিকভাবে তাদের স্থলাভিষক্ত কেউ না থাকা এক বড় সমস্যার সৃষ্টি করছে । আল্লাহ তায়ালা যেন সে শূন্যস্থান পুরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় ফজল ও করমে বর্তমানে আমাদের জীবিত সকল আকাবিরদেরকে বেশি থেকে বেশি মূল্যায়নের তাওফিক দান করুন। কেননা নেয়মতের বৃদ্ধি ও বরকতের ওয়াদা শুকুরগুজারীর মধ্যেই নিহিত রয়েছে।

হযরতের পরিবার পরিজন, খলিফায়ে কেরাম, ছাত্র শিষ্য ও ভক্ত অনুসারী সকলকে আল্লাহ সবরে জামিল নসিব করুন। হযরতের জীবনের ভুলক্রটি ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করুন।আমিন জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর পক্ষ থেকে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন,
মারকাযুল উলুম আশ শরীয়্যাহ সাভারের মুহতামিম জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাসেমক, ও জামিয়া আল হাসনাইন এর মুহতামিম ও জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর মহাপরিচালক মুফতী সৈয়দ উসামা ইসলাম। দারুল উলুম রাহমানীয়া সাভারের মুহতামি মুফতী আজীমুদ্দীন, কাকরাইল মাদরাসার সাবেক উস্তাদ মাওলানা সাইফুল্লাহ বিন নূরী, লেখক গবেষক বহুগ্রন্থপ্রণেতা মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, দারুল উলুম উত্তরার মুহতামিম মুফতী মুআজ বিন নূর, মাদরাসায়ে সুফফা আল ইসলামিয়া নন্দিপাড়ার মুহতামিম, মুফতী শফীউল্লাহ , মাওলানা জিয়াউর রহমান লালবাগ ঢাকা
মুফতী বুরহান আহমদ ঢাকা
মুফতি সানাউল্লাহ যাত্রাবাড়ী ঢাকা
মুফতী মিজানুর রহমান উত্তরা ঢাকা
মাওলানা মাহদী বনশ্রী ঢাকা
মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা
মাওলানা আবদুল্লাহ ভাড়ালিয়া
মাওলানা আজিজুল হক সেলিম মিরপুর
মুফতী ড. বশির উল্লাহ মানিকগঞ্জ
মাওলানা মোস্তাফা টাঙ্গাইল
মুফতী নিজামুদ্দীন বখশি টাঙ্গাইল
মাওলানা আনোয়ার ফরীদপুর
মাওলানা আমীনুল ইসলাম কিশোরগঞ্জ
মাওলানা আশরাফ কিশোরগঞ্জ
মাওলানা শরীফ আহমদ রাজবাড়ি
মাওলানা নূরুল হক নারায়নগঞ্জ
মাওলানা ফুরকান নারায়নগঞ্জ
মাওলানা নূরুল আফসার, লালখান বাজার, চট্টগ্রাম
মুফতি ইয়াহইয়া মাহমুদ, কুমিল্লা
মাওলানা আযীযুল করীম, চট্টগ্রাম
মাওলানা সা’দ বিন মুজাম্মিল চকরিয়া, কক্সবাজার
মুফতি সালাহুদ্দীন, পতেঙ্গা, চট্টগ্রাম
মুফতি মুহিব্বুল্লাহ, খাগড়াছড়ি
মাওলানা রেদওয়ান, কক্সবাজার
মাওলানা আবদুল্লাহ, চাঁদপুর
মাওলানা আবদুল আজীজ, চট্টগ্রাম
জনাব নাসিম সাহেব, চট্টগ্রাম
মুফতী এনায়তুল্লাহ কক্সবাজার
মাওলানা মামুন, বরিশাল
মাওলানা হাবীবুল্লাহ, বরিশাল
মাওলানা জাবের, ভোলা
মাওলানাা মাসঊদুর রহমান, পটুয়াখালী
মাওলানা আবু সালেহ, ঝালকাঠি
মাওলানা রেজাউল হক, পিরোজপুর
মুফতি মাহমূদ হাসান, বরিশাল
মাওলানা আবু সালেহ ঝালকাঠি
মাওলানা রেজাউল হক পিরোজপুর
প্রফেসর শাহ আলম বরিশাল
মুফতি মাহমুুল হাসান বরিশাল
মাওলানা মুজাহিদ রংপুর
মাওলানা মাজহার সাহেব রংপুর
মাওলানা ইউসুফ রংপুর
মাওলানা জিয়াউর রহমান নিলফামারীর
মাওলানা মুফতি তোফায়েল আহমাদ দিনাজপুর
মুফতি হেলাল আহমাদ কুড়িগ্রাম
মুফতি আমিনুল ইসলাম লালমনিরহাট
মুফতি লুতফুর রহমান পঞ্চগড়
মুফতি ইয়াসিন আরাফাত
মাওলানা আব্দুর রহমান যশোর
মাওলানা মাসুম বিল্লাহ খুলনা
মাওলানা মুনীরুজ্জামান কুষ্টিয়া
মাওলানা মাকসুুদুর রহমান বাগেরহাট
মুফতি ওসমানগনি বাগেরহাট
মুফতি আব্দুল্লাহ চুয়াডাঙ্গা
মাওলানা জসিম আহমাদ ঝিনাইদহ
মাওলানা আবু হুরাইরা মাগুড়া
মাওলানা আসিফ আহমদ ময়মনসিংহ
মাওলানা আমিনুল ইসলাম
মাওলা লুৎফুর রহমান জামালপুর
হাফেজ মাওলানা হাবিবুর রহমান মুক্তাগাছা
মোহাম্মাদ ওমর ফারুক ভালুকা
মাওলানা মুশফিকুর রহমান ময়মনসিংহ
মাওলানা আব্দুল করিম সিলেট
মাওলানা আব্দুল কুদ্দুস সিলেট
মাওলানা আব্দুর রহমান হবিগঞ্জ
মাওলানা ইকবাল সিলেট
মাওলানা মুকাদ্দাস সিলেট
মাওলানা সুলাইমান সুনামগঞ্জ
মাওলানা যাকারিয়া সুনামগঞ্জ
মাওলানা সুফয়ান আহমদ মৌলভীবাজার
মাওলানা তামিম আহমদ মৌলভীবাজার
মাওলানা নজরুল ইসলাম সুনামগঞ্জ
মুফতি আসআদ সিলেট
মাওলানা মোহিসন বগুড়া
মাওলানা জাহিদ রাজশাহী
মাওলানা ইদ্রিস নাটোর
মুফতি কেফায়তুল্লাহ বগুড়া
মাওলানা আব্দুল্লাহ রাজশাহী
মাওলানা মোস্তফা পাবনা
মাওলানা নুরুল ইসলাম সিরাজগঞ্জ
মাওলানা মামুন বগুড়া
মাওলানা রেজাউল করিম বগুড়া
মাওলানা মুজাহিদ জয়পুরহাট
মাওলানা আব্দুল কাদির পাবনা
মুফতী নুরুল ইসলাম সিরাজী, সাভার
মুফতী নোমান বিন নূর উত্তরা সহ শতাধিক উলামায়ে কেরাম শোক প্রকাশ করেন।

বি.দ্র: জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর ওয়েব সাইটির ডেভোলপমেন্ট কাজ চলামান আছে।