হট লাইন : 01310426011

জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড , বাংলাদেশ

المجلس التعليمي للمدارس القومية بنجلاديش

সর্বশেষ বার্তা:  

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ইলমে ওহীর সংরক্ষণ, লালন, বিকাশ, প্রচার ও বিশ্বব্যপী দাওয়াতের লক্ষ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুমের সীরাতের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করা। ১. কওমী মাদরাসা আর্দশ উদ্দেশ্য ও লক্ষ্যকে আঁকড়ে ধরে পথ চলার বাস্তবমূখি প্রদক্ষেপ গ্রহন করা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষন, পরিদর্শন, যুগোপযোগী সিলেবাস প্রনায়ন, কওমী শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা। ২. সারা দেশের বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরিক্ষা গ্রহন। ৩. কওমী মাদরাসা পরিচালনার পাশাপাশি দেশের সকল মসজিদে বয়স্ক দ্বীনী শিক্ষা ও শিশুদের জন্য মক্তব শিক্ষার প্রাকপ্রাথমিক কার্যক্রম পরিচালনা করা। বয়ষ্ক দ্বীনী শিক্ষা ও শিশুদের মক্তব শিক্ষার জন্য নির্দৃষ্ট সিলেবাস ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা। যাতে করে সীরাতভিত্তিক সাহাবায়ে কেরামের নকশায় ইলমকে মসজিদ ভিত্তিক সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা যায়। ৪. নারীদের জন্য নির্দৃষ্ট দ্বীনী সিলেবাস প্রনয়ন করা। যাতে বিশুদ্ধ কুরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ও ঘরের তা'লীম-তরবিয়ত আঞ্জাম দেওয়া যেতে পারে। ৫. কওমী মাদরাসা ছাত্রদের মান উন্নয়নে শিক্ষা, গবেষনা নির্ভর ও বুদ্ধিভিত্তিক সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা। ৬. শিক্ষার মান উন্নায়নে সচেতনতা তৈরি, সভা সেমিনার, সম্মেলনের মাধ্যমে ছাত্র শিক্ষককে যোগ্য করে গড়ে তোলা। ৭. সারাদেশের বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ করা। ৮. অনলাইন ভিত্তিক যেকোন পরিস্থিতিতে দরস প্রদান ও প্রয়োজনে মাল্টিমিডিয়া দরস ব্যাবস্থা চালু করা। ৯. ছাত্র-শিক্ষদের যেকোন সংকট ও সমস্যা সমাধানে সচেষ্ট হওয়া। তাদের পাশে দাঁড়াতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা। ১০. মাদরাসাগুলো পরিচালনা ও সংকট সমাধানে সচেষ্ট হওয়া। ১১. দরসে নেযামীর পাশাপাশি সাধারাণ শিক্ষা, আইটি ও কারিগরিসহ কর্মমুখী শিক্ষার সমণ্বয় করা।
বি.দ্র: জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর ওয়েব সাইটির ডেভোলপমেন্ট কাজ চলামান আছে।