হট লাইন : 01310426011

জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড , বাংলাদেশ

المجلس التعليمي للمدارس القومية بنجلاديش

সর্বশেষ বার্তা:  

মাওলানা মোশাররফ হোসেন সাহেব এর দোআর মধ্য দিয়ে কওমী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Thumbnail

গত ১লা নভেম্বর রবিবার থেকে অদ্য ৩রা নভেম্বর মঙ্গলবার তিনদিন ব্যাপী জামিয়া আল হাসনাইন মিলনায়তনে জাতীয় কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওলানা জিয়া বিন কাসেম এর সভাপতিত্বে ও সৈয়দ উসামা ইসলাম এর সঞ্চালনায় দেশের খ্যাতীমান ওলামায় কেরাম ও ইসলামী স্কলারগণ প্রশিক্ষণ প্রদান করেন। সারাদেশ থেকে আগত দুই শতাধিক মুহতামিম ও সিনিয়র শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত দুদিন আগে সমাপনী অনুষ্ঠানে বাদ জোহর হেদায়াতী কথা ও প্রশিক্ষণার্থী ওলামাদের মাঝে সনদ বিতরণ করেন বিশিষ্ট আলেমেদীন ও কাকরাইলের আহলে শুরা মাওলানা মোশাররফ সাহেব, আলোচনায় অংশগ্রহণ করেন কাকরাইল মারকাজের মুরুব্বি ও বিশিষ্ট আলেমেদীন মাওলানা আব্দুল্লাহ মনসুর,জতীয় কওমী শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিউটের মহাপরিচালক মাওলানা সাইফুল্লাহ বিন নুরী, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী শফিউল্লাহ, দারুল উলুম উত্তরার মুতামিম,বোর্ডের তথ্য, আইটি ও প্রকাশনা বিভাগের পরিচালক মাওলানা মুয়াজ বিন নুর,দারুল উলুম রাহমানিয়া সাভার এর মুহতামিম ও কাকরাইল মসজিদের ইমাম মুফতী আযীমুদ্দীন, লেখক গবেষক ও বোর্ডের শিক্ষা সিলেবাস পরিচালক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ,বোর্ডের অফিস ব্যবস্হাপনা পরিচালক মাওলানা রুহুল আমিন ঢাকুবী প্রমুখ।

বি.দ্র: জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর ওয়েব সাইটির ডেভোলপমেন্ট কাজ চলামান আছে।